চীনকে ডেটা দিইনা, ফিরতে সরকারের সাথে কথা বলছে টিকটক

৩০ জুন, ২০২০ ১৭:১৪  
ভারত সরকার চীনের ৫৯টি অ্যাপ্লিকেশনকে গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণরূপে ব্যান করে দিয়েছে। এই তালিকায় অত্যন্ত জনপ্রিয় অ্যাপ্লিকেশন টিকটক। এই সিদ্ধান্তের ফলে অন্যান্য ৫৮টি অ্যাপ্লিকেশনের সঙ্গে চাপের মুখে পড়েছে টিকটক। টিকটক ইন্ডিয়ার মুখপাত্র নিখিল গান্ধী জানিয়েছেন, টিকটককে ইতিমধ্যেই সরকারি অংশীদারদের সঙ্গে দেখা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে, টিকটক কোনভাবেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে ব্যবহার করে না। পাশাপাশি টিকটকের সাথে কোনরকম এমন অ্যাপ্লিকেশনের যোগাযোগ নেই, যেগুলি ব্যবহারকারীদের তথ্যের দুর্ব্যবহার করে। টিকটক এর কাছে ব্যবহারকারীদের গোপনীয়তা এবং বিশ্বস্ততা সবার আগে। তিনি আরো জনান, ভারত সরকার তার অন্তর্বর্তী রায়ে, ৫৯টি চীনা অ্যাপ্লিকেশনকে ব্যান করে দিয়েছে। যার মধ্যে টিকটক অ্যাপ্লিকেশনও রয়েছে এবং বর্তমানে আমরা এই রায়ের ফলে সমস্যায় পড়েছি। আমাদের সরকারি অংশীদারদের সঙ্গে দেখা করে তাদেরকে যথেষ্ট প্রমানাদি দেখানোর আদেশ দেওয়া হয়েছে। টিকটক সবসময়ই ব্যবহারকারীদের ডেটা প্রাইভেসি এবং সিকিউরিটি নিয়ে সতর্ক। এবং ভারতীয় আইনের সম্পূর্ণ পালন করার পাশাপাশি আমরা কোনরকম এমন অ্যাপ্লিকেশনের সঙ্গে জড়িত নই যারা ব্যবহারকারীদের তথ্য দুর্ব্যবহার করে। এছাড়াও আমরা চীন সরকার সহ অন্য কোন বিদেশি সরকারের সঙ্গেও জড়িত নই। এবং ভবিষ্যতেও আমরা এরকম কোন পদক্ষেপ নেব না।